আব্দুল্লাহ আফফান: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী প্রশিক্ষণ সচিব ও শায়েখে চরমোনাই’র সফর সঙ্গী মাওলানা আবদুর রাজ্জাক জিহাদী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর আল কারীম জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তারা আনুমানিক বয়স ছিল ৪৯ বছর। তিনি ১ ছেলে এবং ৪ মেয়ে রেখে গেছেন।
তার ভাগনে মাওলানা কারী আব্দুস সালাম আরিফী আওয়ার ইসলামকে জানান, মাওলানা আবদুর রাজ্জাক জিহাদী গত ১০ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছেন। তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা ঢাকায় নিতে বলেন। গতকাল সোমবার ঢাকার আল কারীম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি আরও জানান, মাওলানা আবদুর রাজ্জাক জিহাদী রহ. এর প্রথম জানাজা আজ মঙ্গলবার জোহরের পর চরমোনাই মাদরাসায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আছরের পর তার নিজ গ্রাম বরিশালের রাজাপুরের পূর্ব কানুদাশকাঠিতে অনুষ্ঠিত হবে।
-এএ