আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদি ইসরায়েলের সেনারা মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদের প্রবেশপথ অবরোধ করে রেখেছে।
কুদস এন্ডাউমেন্টের পরিচালক ঘোষণা করেছেন, জায়নবাদী শাসক আল-আকসা মসজিদের সকল প্রবেশপথ বন্ধ করে দিয়েছে।
কুদস এন্ডোয়মেন্ট এবং আল-আকসা মসজিদের পরিচালক ‘আজম আল খতিব’ ঘোষণা করেছেন ইহুদিবাদী ইসরায়েলের সেনা বাহিনী আল-আকসা মসজিদের দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করার পর পুরনো শহর কুদসও অবরোধ করে রেখেছে।
আজম আল খতিব বলেন দখলদার জায়নবাদী বাহিনী আল-আকসা মসজিদের অন্যতম দরজা বাব আল-মজলিসের সামনে ফিলিস্তিনের এক তরুণকে গুলি করেছে এবং আল-আকসা মসজিদের বাব আল-আসবাত বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, ইহুদিবাদি ঔপনিবেশিক এবং জায়নবাদী সৈন্য কর্তৃক আল আকসা মসজিদে প্রতিদিনই আক্রমণ চালানো হচ্ছে।
১৯৬৭ সালে জেরুজালেম দখল করার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী আল-আকসা মসজিদের অন্যতম দরজা বাব আল-মাগারেবের এর চাবি দখল করে নিয়েছে।
অন্যদিকে, ইহুদিবাদি শাসনের সহিংসতার প্রতিক্রিয়ায় ১১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় প্রতিরোধ বাহিনী অধিকৃত অঞ্চলের দক্ষিণে একটি রকেট নিক্ষেপ করে।
ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী নিজস্ব টুইটার পেজে এই রকেট নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে লিখেছে দখলকৃত অঞ্চলের দক্ষিণাঞ্চলে প্রতিরোধ বাহিনী রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে আয়রন ডোম এই ক্ষেপণাস্ত্রটিকে নিষ্ক্রিয় করেছে।
-এটি