আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস লে ড্রিয়ান বলেছেন, তালেবানের নতুন সরকারের সঙ্গে ফ্রান্স কোনো সম্পর্কে যাবে না। মিথ্যা বলেছে তালেবানেরা।
শনিবার কাতারের রাজধানী দোহায় আয়োজিত এক বৈঠকে অংশ নেওয়ার আগে ফ্রান্স ফাইভ টিভিতে লে ড্রিয়ান বলেন, তালেবানেরা বলেছিল তারা কিছু বিদেশি ও আফগানদের পুরোপুরি মুক্ত করে দেবে এবং তারা সরকারে সবার প্রতিনিধিত্ব করার কথা জানিয়েছিল। কিন্তু তারা সে কথা রাখেনি।
মন্ত্রী বলেন, তালেবান সরকারকে ফ্রান্স স্বীকৃতি দেবে না এবং তাদের সরকারের সঙ্গে ফ্রান্সের কোনো সম্পর্ক নেই। আমরা তালেবানের কাছ থেকে কিছু উদ্যোগ দেখতে চাই। তাদের কিছু অর্থনৈতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক তৈরির উদ্যোগ নিতে হবে। এসব তাদের ওপর নির্ভর করছে।
ফ্রান্স এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করেছে এবং এই প্রক্রিয়াকে সহজ করতে তারা বেশ কয়েকবার তালেবানের সঙ্গে বৈঠক করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তানে এখনও অল্প সংখ্যক ফরাসি ও কয়েকশ আফগান আছেন যাদের সঙ্গে ফ্রান্সের যোগাযোগ আছে।
ত ১৫ আগস্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতনের পর দেশ দখল করে তালেবান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের সদস্যদের পুরোপুরি প্রত্যাহার করে নেয়। এরমধ্যে দিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ২০ বছরের আধিপত্য শেষ করেছে।
গত ৬ সেপ্টেম্বর পুরো আফগানিস্তান দখলে নেওয়ার কথা জানায় তালেবান। আর ৭ সেপ্টেম্বর নিজ সদস্যদের নিয়ে অস্থায়ী সরকার গঠন করে সংস্থাটি। সূত্র: রয়টার্স
-এটি