আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের ম্যানচেস্টারের, একটি মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। ঘটনাটি ধর্মীয় ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্রিটেনের শুক্রবার গভীর রাতে বার্টন রোডস্থ ডিডসবারী মসজিদে এই অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি কিছু একটা মসজিদের প্রধান দরজার সামনে রেখে যাচ্ছে। পরে সেখান থেকে আগুনের সৃষ্টি হয়। এসময় ঐ ব্যক্তির মুখ জ্যাকেটে আবৃত ছিলো।
তবে আগুন দেখে স্থানীয় দুই বাসিন্দা দ্রুত নিজেদের জ্যাকি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। মসজিদ কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। মসজিদ কমিটি বিবিসিকে বলেছেন, আমরা কয়েক বছর ধরে মসজিদটি পুড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে আসছিলাম। এখন তাই হতে চলেছে।
তারা বলেন, যদি বার্টন রোড়ের আমাদের দুই প্রতিবেশী এগিয়ে না আসতেন তাহলে ঘৃনিত একটি কাজ হতো। গ্রেটার ম্যানচেস্টার ফায়ার সার্ভিস জানিয়েছে তারা ঘটনাস্থলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে ছিলেন এবং পুলিশের সঙ্গে তদন্ত চালাচ্ছিলেন।
ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার লুতফুর রহমান, বলেন, এই কাজটি ভয় এবং বিদ্বেষ সৃষ্টির জন্য করা হয়েছে। তিনিও প্রতিবেশীদের প্রশংসা করেন। কমিউনিটির মানুষকে সজাগ দৃষ্টি রাখতে বলা হলেও ঘৃণাজনিত কারণে বিভক্ত না হতে অনুরোধ করা হয়েছে। সূত্র: ইকনা
-এটি