আবদুল্লাহ তামিম।।
বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই জামেয়া রশিদীয়া ইসলামিয়া মাদরাসার বার্ষিক উদ্বোধনী সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আমিরুল মুজাহেদিন, চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউলল করিম।
আজ রোববার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন শায়েখে চরমোনাই এর একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দীক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুখারি শরিফের সবক শুরু করতে গিয়ে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউলল করিম বলেন, ইখলাস ও নিয়তের গুরুত্ব ইসলামে অপরিহার্য। নিয়ত ছাড়া কোনো আমলই মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার কাছে গ্রহণযোগ্য নয়। বিশুদ্ধ নিয়ত ইখলাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের হাদিসে সতর্ক করা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
إنما الأعمال بالنيات وإنما لكل امرىء ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه) رواه البخاري والمسلم
অর্থ: ‘নিশ্চয় সমস্ত আমলের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। সুতরাং প্রত্যেক মানুষ (পরকালে) তাই পাবে যা সে নিয়ত করবে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, তার হিরজত আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশেই হবে। আর যে ব্যক্তি দুনিয়া হাসিলের কিংবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।’ (বুখারি হাদিস নং ৫২)
তিনি আরো বলেন, ইলমে দীন অর্জন করার আসল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা বা আল্লাহর সন্তুষ্টি। তাই দুনিয়ার উদ্দেশ্যে নয় বরং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইলমে দীন অর্জন করতে হবে।
উদ্বোধনী সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঈসুল জামিয়া চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউলল করিম, সবক প্রদান করেছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলিয়া শাখার প্রিন্সিপাল মুফতি সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জামিয়া কওমিয়ার নাজেমে তালিমাত মুফতি আব্দুল কাদের, দারুল ইকামা মুফতি আবদুল মান্নানসহ চরমোনাই কওমি শাখা ও আলিয়া শাখার অন্যান্য আসাতাযায়েকেরাম।
-এটি