জুলফিকার জাহিদ।।
কাবা শরীফের গিলাফের সৌন্দর্য বর্ধন ও সাজ-সজ্জার কাজ ২৪ ঘন্টা চালু থাকে- হারামাইন শরীফাইন ব্যবস্থাপনা কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি মালিকানাধী সংবাদ মাধ্যম আল-আরাবিয়া।
খবরে বলা হয়েছে, আজেল ওয়েবসাইট-এর বর্ণনা মতে, হারামাইন ব্যবস্থাপনা কমিটির অধীনে কাবার গিলাফকে সব সময় সৌন্দর্যমন্ডিত রাখার কাজে কর্মচারীর নিযুক্ত করা রয়েছে। যারা কাবার গিলাফের আশপাশেই অবস্থান করেন সব সময়।
কাবার গিলাফ এর সৌন্দর্য বর্ধন ছাড়াও যেকোনো সময় গিলাফের কোথাও কোনো ধরনের ত্রুটি দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিশেষ গুরুত্বের সাথে তা মেরামত করা হয়।
কাবার গিলাফ রক্ষণাবেক্ষণ বিভাগের প্রধান ফাহাদ আল জাবেরী জানিয়েছেন, কাবার গিলাফের সাজসজ্জা এবং এর দেখাশোনা ও কোন ধরনের ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা ঠিক করে ফেলা আমাদের দায়িত্ব।
আল জাবেরী আরও জানিয়েছেন, কাবার গিলাফের হাজরে আসওয়াদের অংশে স্বর্ণ ও রুপা দিয়ে সজ্জিত করাও আমাদের দায়িত্ব।
তিনি আরো জানান, রুকনে ইয়ামানীর দিকে কাবা শরীফের গিলাফের অংশটির খেয়াল রাখাও আমাদের দায়িত্ব।
তিনি বলেন, কাবা শরীফের গিলাফ থেকে ধুলাবালি পরিষ্কার করা এবং প্রয়োজনে গিলাফের রশি আলগা করা ও তা শক্ত করে বাঁধা আমাদের দায়িত্ব।
তিনি জানান, সাধারণত বৃষ্টির পর কাবা শরীফের গিলাফ আলগা হয়ে যায় তখন তা শক্ত করে বেঁধে দিতে হয়।
এনটি