বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

হাটহাজারী মাদরাসার নতুন শিক্ষাসচিব হলেন মাওলানা কবির আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ ও ইশতিয়াক সিদ্দিকী: উপমহাদেশের অন্যতম শীর্ষ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীর মাদরাসার নতুন শিক্ষাসচিব (নাজেমে তালিমাত) হিসেবে মনোনীত করা হয়েছে মাওলানা কবির আহমদকে। আর সহকারি শিক্ষাসচিব (নায়েবে নাজেমে তালিমাত) হিসেবে মাওলানা ওমর মেখলীকে মনোনয়ন করা হয়েছে।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় হাটহাজারী মাদরাসার শুরার বৈঠক শেষে তাদের শিক্ষাসচিব (নাজেমে তালিমাত) ও সহকারি শিক্ষাসচিব (নায়েবে নাজেমে তালিমাত) হিসেবে মনোনয়ন করা হয়।

আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর জামিয়ার মহাপরিচালক, শাইখুল হাদীস ও শিক্ষাপরিচালক নিয়োগসহ একাধিক এজেন্ডা নিয়ে দারুল উলূম হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার এ বৈঠক ডাকা হয়।

এছাড়া বৈঠকে শুরা সদস্যদের সিদ্ধান্তে দারুল উলূম হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা ইয়াহিয়া, মঈনে মুহতামিম হিসেবে (সহযোগী পরিচালক) দায়িত্ব পেয়েছেন মুফতি জসিম উদ্দিন,  প্রধান শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আল্লামা শেখ আহমদকে এছাড়াও শায়খুল হাদিস হিসেবে আরো দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা শোয়াইব জমিরীকে। বোডিং সুপার হিসবে দায়িত্ব পেয়েছেন  (নাজেমে মাতবখ) আহমেদ দিদার কাসেমী, হোস্টেল সুপার হয়েছেন মাওলানা ফোরকান আহমদ সাতকানভী।

আল্লামা কবীর আহমাদ আরবি ১৩৬৯ হিজরীতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জনাব আব্দুর রহমান। শৈশবেই তিনি পিতাকে হারান।

শিক্ষাজীবন: প্রথমে তিনি চারিয়া বাের্ড স্কুলে ভর্তি হয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখা-পড়া করেন। এরপর ধর্মীয় শিক্ষার জন্য দারুল উলুম হাটহাজারী ভর্তি হয়ে ধারাবাহিক লেখাপড়া করে ১৯৬৯ সনে দাওরায়ে হাদিস পাশ করেন। পরে এক বছর উচ্চতর কোরআন গবেষণা বিভাগে অধ্যয়ন করেন।

কর্মজীবন: সর্বপ্রথম চট্টগ্রামের চন্দনাইশ বসতনগর মাদরাসায় শিক্ষক হিসেবে যােগদান করেন। চার বছর অত্যন্ত সুনামের সাথে পাঠদান করেন। অতঃপর ১৯৭৪ সনে দারুল উলূম হাটহাজারীতে শিক্ষক হিসেবে নিয়ােগ পান। অদ্যাবধি অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সাথে আকাইদ, তাফসীর ও হাদিস সহ বিভিন্ন কিতাবের দরস প্রদান করে আসছেন।

প্রসঙ্গত, শুরার গুরুত্বপূর্ণ এ বৈঠকে মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগ্রামীর নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা করা হয়। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ