আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রখ্যাত আলেম চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সদ্য ঘোষিত মহাপরিচালক মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
আজ বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত আওয়ার ইসলামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে আজ সকাল সাড়ে ৯ টা থেকে হাটহাজারী মাদরাসার শুরার বৈঠক শুরু হয়েছিল। শুরার গুরুত্বপূর্ণ এ বৈঠকে মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগ্রামীর নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা করা হয়। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।
-এটি