জুলফিকার জাহিদ।।
করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করতে সৌদি আরবের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবগণ। ভ্যাকসিন গ্রহণের বিষয়ে কোন ধরনের গড়িমসি না করতেও শিক্ষার্থীদের প্রতি বিশেষ পরামর্শ দিয়েছেন তারা।
প্রায় এক সপ্তাহ আগে সৌদি আরবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে, পুরোদমে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছেন হারামাইন শরীফাইনের ইমাম ও খতিবগণ।
মসজিদুল হারামের ইমাম ও খতিব আব্দুল্লাহ আল জাহনী শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে তারা যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া স্বাস্থ নির্দেশিকা ও করোনা সতর্কতা ঠিকভাবে মেনে চলেন।
এদিকে মসজিদে নববীর খতিব আব্দুল্লাহ আল বাইজান তার জুমার বয়ানে শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন, তারা যেন তাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করোনা ভ্যাকসিন অবশ্যই গ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটিতে স্কুল খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। এ সময় শর্ত দেয়া হয়েছিল ১২ বছর বা -এর বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের উভয় ডোজ অবশ্যই নিতে হবে।
সূত্র: আল-আরাবিয়া
এনটি