বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

নারীদের শরিয়াহ কলেজের প্রথম শিক্ষাবর্ষ উদ্বোধন হলো মক্কায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মসজিদুল হারামের তত্ত্বাবধানে পরিচালিত আল হারাম আল মক্কি উইম্যান কলেজের শরিয়াহ বিভাগের প্রথম স্নাতক শিক্ষাবর্ষ উদ্বোধন হয়েছে। বিভাগীয় প্রধান ও বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক সহকারী কর্মকর্তা ড. ফাদিয়া বিনতে মুস্তফা আল আশরাফ এ কথা জানিয়েছেন।

ড. ফাদিয়া বলেন, কলেজের শিক্ষা ও ভর্তির কার্যক্রম এর মধ্যে সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে পবিত্র মসজিদে হারাম চত্বরে সরাসরি উপস্থিত হয়ে ক্লাসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে শরিয়াহ কলেজে ১৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

ড. ফাদিয়া জানান, অনলাইনে নারী শিক্ষার্থীদের ক্লাসের কার্যক্রম এর মধ্যেই শুরু হয়েছে। মসজিদ হারামের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এর শিক্ষা কার্যক্রমের তত্ত্বাবধান করছেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা পর্ষদের নারী উন্নয়ন বিভাগের উপপ্রধান ড. আল আনুদ বিনতে খালিদ আল আবুদ ও বিজ্ঞান, দাওয়াহ ও গবেষণা বিভাগের সহকারী প্রধান ড. নুরা বিনতে হিলালি আল দুওয়াইবিসহ অনেকে নারীদের শরিয়াহ কলেজ চালুতে বিশেষ ভূমিকা পালন করেন। এর আগে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পরিষদের শীর্ষপদসহ একাধিক পদে নারীদের নিয়োগ দেওয়া হয়। সূত্র : হারামাইন ওয়েবসাইট

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ