উমায়ের আহমেদ।।
সৌদি আরবের পবিত্র মসজিদের ব্যবস্থাপনা পরিষদের প্রধান ড. আব্দুর রহমান আস সুদাইস মসজিদে নববির বড় দরজাগুলোর সামনে প্রজেক্টর স্ক্রিন স্থাপনের কাজ উদ্বোধন করেছেন।
সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম এসপিআই এর খবর অনুযায়ী, মসজিদে নববির ১১টি বড় দরজায় প্রজেক্টর স্ক্রিন স্থাপন করা হয়েছে। এই প্রজেক্টর স্ক্রীন গুলোর মাধ্যমে মসজিদে নববীতে প্রবেশকারীরা সহজেই জানতে পারবেন কোন দরজা গুলোর মাধ্যমে তারা প্রবেশ করবেন এবং কোন কোন দরজা গুলো ব্যবহার করে তারা বের হবেন।
এছাড়াও এর মাধ্যমে কর্তৃপক্ষ সহজেই জানতে পারবেন ভিতরে কেমন ভিড় আছে এবং কী পরিমান মানুষের ধারণ ক্ষমতা রয়েছে।
ড. আব্দুর রহমান আল সুদাইস বলেন, এই প্রজেক্টর স্ক্রীন এর মাধ্যমে মসজিদে নববীতে প্রবেশকারীদের ভিড় কন্ট্রোল করা ও শৃঙ্খলা বজায় রাখা উদ্দেশ্য।
মসজিদে নববীর সহকারী ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সাদ আল-আহমাদী বলেছেন, প্রাথমিকভাবে মসজিদে নববীর ১১ বড় বড় দরজায় প্রজেক্টর স্ক্রীন স্থাপন করা হয়েছে, এরপর আরো ১২ টি প্রজেক্টর স্ক্রীন বসানো হবে এবং সেন্টার কন্ট্রোল রুমের সাথে সবগুলোর সংযোগ স্থাপন করা হবে।
এনটি