বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কাশ্মীরের গৃহবন্দি স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলি শাহ গিলানির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা প্রবীণ রাজনীতিক সৈয়দ আলি শাহ গিলানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

[caption id="" align="aligncenter" width="343"]May be an image of text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন। [/caption]বুধবার রাতে শ্রীনগরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

অল পার্টিজ হুররিয়াত কনফারেন্সের নেতা আবদুল হামিদ লোনের বরাত দিয়ে ডন এ কথা জানিয়েছে।

স্বাধীনতাকামী এই নেতা দীর্ঘ দিন ধরেই গৃহবন্দি ছিলেন। গত বছর হঠাৎ করেই স্বাধীনকামী সংগঠনগুলোর জোট হুররিয়াতের নেতৃত্ব থেকে ইস্তফা দেন গিলানি।

এদিকে স্বাধীনতাকামী এই নেতার মৃত্যুতে সেখানে ভারতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা কড়াকড়ি আরোপ করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

[caption id="" align="aligncenter" width="349"]May be an image of text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]পরিবারের পক্ষ থেকে গিলানির মৃত্যুর খবর জানানো হলে নিরাপত্তা বাহিনী কাঁটাতার দিয়ে তার বাসায় যাওয়ার পথ বন্ধ করে দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি এবং ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে।

আলি শাহ গিলানি ১৯২৯ সালে বারামুলায় জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে লাহোরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা করেন। এর পরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ