বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

দেড় বছরের দীর্ঘ প্রতীক্ষার পর পাঠদান শুরু করলো দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

মারাত্মক মহামারী করোনার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রায় দেড় বছরের দীর্ঘ ব্যবধানে দারুল উলূম দেওবন্দ শিক্ষা ব্যবস্থা শুরু করার প্রস্তুতিও সম্পন্ন করেছে। আজ থেকে (১ সেপ্টেম্বর) সম্পূর্ণ ভিন্ন পরিবেশে আনুষ্ঠানিকভাবে শিক্ষাদান প্রক্রিয়া শুরু করেছে মাদরাসাটি।

সরকারের নির্দেশনা অনুযায়ী, আজ থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রক্রিয়া শুরু হচ্ছে। যদিও করোনার তৃতীয় তরঙ্গের সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যায় না, তাই খুব সাবধানে শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে ভারতে।

দারুল উলূম দেওবন্দ আবারও শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। আজ (১ সেপ্টেম্বর) থেকে সরকারি নির্দেশিকা এবং কোভিড প্রোটোকলের অধীনে প্রতিষ্ঠানে শিক্ষা শুরু হচ্ছে, ঘোষণা অনুযায়ী, নতুন শিক্ষার্থীদের এই বছর ভর্তি করা হবে। ইনস্টিটিউটের সকল পুরনো শিক্ষার্থীদের ভর্তি ফর্ম পূরণ করা হয়েছে ৩১ আগস্টের আগেই।

দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানী বলেন, সরকারী বা স্বাস্থ্য দপ্তরের নির্দেশনা অনুযায়ী সকল পুরনো শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজ থেকে ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধির সবকিছুই মানা হচ্ছে সেই ক্ষেত্রে।

তিনি বলেন, দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে যে নির্দেশিকাগুলি আসবে তা অনুসরণ করা হবে।

উল্লেখ্য, করোনা মহামারীর কারণে গত ২০২০ সালের মার্চ মাসে দারুল উলুম দেওবন্দ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বন্ধ ঘোষণা করা হয়। প্রায় দেড় বছরের দীর্ঘ ব্যবধানের পরে আজ আবার আগের পরিবেশে ফিরেছে মাদরাসা। সূত্র: ইসলামিক মিডিয়া দেওবন্দ, ওয়াল্ড হিন্দি নিউজ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ