বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আমরা আফগানদের সেবক: তালেবান মুখপাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রসহ সব বিদেশি সেনার হাত থেকে মুক্ত হয়েছে আফগানিস্তান। আফগান ভূমি থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে বিভিন্ন দেশের সেনাবাহিনী। সবশেষ যুক্তরাষ্ট্র নিজেদের মিশন গুটিয়ে কাবুল ছেড়ে বাড়ি ফিরে গেছে।

গতকাল সোমবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ত্যাগের পরপরই আফগানিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তান এখন থেকে সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র।

এক বিবৃতিতে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন সেনাবাহিনীর আফগানিস্তান ত্যাগের ঘটনাটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান যোদ্ধারা। মূলত এরপরই তাদেরকে জয় উদযাপন করতে দেখা যায়। এ সময় আকাশে গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করেছেন বাহিনীটির সদস্যরা।

এর আগে তালেবান গোটা দেশের নিয়ন্ত্রণ নিলেও কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে ছিল মার্কিন সেনাবাহিনী। কিন্তু অবশেষে সেই বিমানবন্দরের নিয়ন্ত্রণও চলে এলো তালেবান যোদ্ধাদের হাতে।

মার্কিন বাহিনী কাবুলের বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর সেখানে গেছেন তালেবান নেতারা। বিমানবন্দরে তালেবান যোদ্ধাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তালেবান মুখপাত্র বলেন, ‘আমরা আপনাদের আত্মত্যাগের জন্য গর্বিত। এটি আপনাদের এবং আমাদের নেতাদের কষ্টের ফসল। (আমাদের নেতাদের) সততা এবং ধৈর্যের কারণে আমরা আজ স্বাধীন।’

মুজাহিদ বলেন, ‘তাই আমি আপনাদের এবং আফগান জাতিকে অভিনন্দন জানাই। আমাদের চাওয়া এই যে, আমাদের দেশে আর কখনো আক্রমণ করা হবে না। আমরা শান্তি, সমৃদ্ধি এবং একটি সত্যিকারের ইসলামী ব্যবস্থা চাই।’

এ ছাড়া জাবিউল্লাহ মুজাহিদ তালেবান যোদ্ধাদের আফগান জনগণের সঙ্গে আরো ‘ভদ্র’ হওয়ার আহ্বান জানান। তালেবান মুখপাত্র আরো বলেন, ‘আমি আপনাদের আরো বলতে চাই, জনগণের সঙ্গে কীভাবে আচরণ করবেন সে বিষয়েও সতর্ক থাকতে হবে। এই জাতি অনেক কষ্ট সহ্য করেছে। আফগান জনগণ ভালোবাসা ও সহানুভূতি পাওয়ার অধিকার রাখে। তাই তাদের প্রতি ভদ্র হোন। আমরা তাদের সেবক। আমরা তাদের ওপর নিজেদের চাপিয়ে দিব না।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ