বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

হাসপাতালে রোগীর কোরআন শ্রবণের শেষ ইচ্ছা পূরণ করলেন হাফেজ আবু রায়হান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর ধানমন্ডির আনোয়ারা খান মেডিকেল হাসপাতালের এক রোগীর পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শ্রবণের শেষ ইচ্ছা পূরণ করেছেন বিশ্বজয়ী কারী আবু রায়হান।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাদ মাগরিব ধানমন্ডি হাসপাতালে এ শেষ ইচ্ছা পূরণ করেন হাফেজ আবু রায়হান। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাফেজ আবু রায়হানের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম মোল্লা।

তিনি জানান, চিকিৎসাধীন ভদ্রমহিলা প্রতিদিন প্রায় ১৬ থেকে ১৭ ঘণ্টা বিশ্বজয়ী হাফেজ কারী আবু রায়হানের তেলাওয়াত শ্রবণ করতো। গত ১৫ দিন পূর্বে করোনা আক্রান্ত হয়েছেন এই ভদ্রমহিলা। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তিরি আরও জানান, এদিকে নিজের সন্তানদের বারবার বিশ্বজয়ী হাফেজ কারী আবু রায়হানকে দেখতেও তার তেলাওয়াত শুনতে পীড়াপীড়ি করছিলেন তিনি। বিষয়টি আমাদের জানালে তার সন্তানদের আবেদন রক্ষার্থে ও মহিলার শেষ ইচ্ছা পূরণার্থে কোরআন তেলাওয়াতের জন্য ছুটে যাই আমরা।

মাওলানা আব্দুল কাইয়ুম আরও জানান, বর্তমানে ভদ্রমহিলা করোনা থেকে সুস্থ হয়েছেন। নিজ মায়ের পূর্ণ সুস্থতার জন্য সন্তানরা সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, এই ভদ্রমহিলার বাবা ফরিদপুরের গহরডাঙ্গা মাদরাসার প্রথম হাফেজে কোরআন ছাত্র ছিলেন। আল্লামা শামসুল হক ফরিদপুরী রহিমাহুল্লাহর হাতে গড়া প্রথম ছাত্র হিসেবেও তাঁর পরিচিতি ছিল।

কোরআন তেলাওয়াত প্রসঙ্গে হাফেজ আবু রায়হান বলেন, এই দাদী (চিকিৎসাধীন ভদ্রমহিলা) তো আমাকে দেখতে চান নি, বরং পবিত্র কুরআনের তেলাওয়াত আমি করি-আর সেই তেলাওয়াত শোনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তাই আমি ছুটে এসেছি। প্রতিটি মানুষের এমন আগ্রহকে আমি স্বাগত জানাই। আমি দোয়া করি আল্লাহ তায়ালা তাঁকে পুর্ণ সুস্থ করে দিন। হায়াত না থাকলে ঈমান অবস্থায় মৃত্যু দিন ও পরকালেও তাকে শান্তিতে রাখুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ