আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার পঞ্চম চালান ঢাকার পথে। এই চালানে আরও ৬ লাখ ৩৪ হাজার ডোজ আ্যস্ট্রাজেনেকার টিকা আসছে।
শুক্রবার (২৭ আগস্ট) নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে টোকিও থেকে এসব টিকা পাঠানো হয়।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন- জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ নারিতা।
টিকার এই চালান শনিবার বিকেল নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলেও জানান তিনি।
এর আগে জাপান থেকে টিকার প্রথম চালানটি এসেছিল ২৪ জুলাই। সেই চালানে আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা।
এরপর ২ আগস্ট তৃতীয় চালানে আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। আর গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান ঢাকায় পৌঁছায়।
প্রসঙ্গত, বাংলাদেশকে উপহার হিসেবে জাপান মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।
-এএ