বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

শুধু জরুরি ব্যবহার নয়, ফাইজারের টিকাকে পূর্ণ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাস ভ্যাকসিনকে পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সোমবার (২৩ আগস্ট) এই অনুমোদন দেওয়া হয়। এই প্রথম ১৬ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনের অনুমোদন দিলো এফডিএ। খবর রয়টার্স’র

সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, এতে করে আরও বেশি আমেরিকান ফাইজারের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর বলে আশ্বাস্ত হবে। ভ্যাকসিন নিয়ে দ্বিধার কারণে দেশটির করোনা মোকাবিলা বাধাগ্রস্থ হয়েছে।

এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক বলেন, কয়েক কোটি মানুষ নিরাপদে করোনার ভ্যাকসিন নিয়েছেন। আমরা মনে করছি একটি ভ্যাকসিনকে পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়ার ফলে টিকা নেওয়ার প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

এখন পর্যন্ত প্রায় ৫১ শতাংশ মার্কিনি পূর্ণাঙ্গ ভ্যাকসিন নিয়েছেন। সম্প্রতি আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশটির বিভিন্ন প্রান্তে টিকাদানের হার কম।

এর আগে গত বছরের ডিসেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকাকে ছাড়পত্র দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকো সরকারের অনুমোদন পেয়েছিল ফাইজার-বায়োএনটেক।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ