বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

শিগগিরই পূর্ণ হবে আল্লামা জুনায়েদ বাবুনগরীর শূন্য পদ: মাওলানা ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতের আমীর মনোনীত হলেও এখনো পূরণ হয়নি আল্লামা জুনায়েদ বাবুনগরীর কর্মস্থল দারুল উলুম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস ও নাজিমে তা’লীমাত পদ। তবে এ দুটি শূন্যপদ শিগগিরই পূরণ হবে বলে জানিয়েছেন হাটহাজারী মাদরাসার মজলিসে এদারীর অন্যতম সদস্য মাওলানা ইয়াহইয়া।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) আওয়ার ইসলামের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

মাওলানা ইয়াহইয়া বলেন, ‘খুব শিগগিরই হাটহাজারী মাদরাসার মজলিসে শূরার বৈঠক আহ্বান করা হবে। সেই বৈঠকে মনোনীত হবেন হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস ও নাজিমের তালিমাত-দুটি শূন্যপদ।’

তিনি আরও জানান, এবার হাটহাজারী মাদরাসার নাজিমে তালীমাত ও শায়খুল হাদিস পদে দুজন আলাদা আলাদা ব্যক্তিকে মনোনীত করা হবে। তবে কারা এসব শূন্য পদে আসীন হবেন এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি তিনি।

কবে নাগাদ বসতে পারে মজলিসে শূরার বৈঠক-এমন প্রশ্নের জবাবে মাওলানা ইয়াহইয়া বলেন, ‘সে বিষয়টি এখনো মজলিসে এদারীতে আলোচনা হয়নি। আমি ছাড়াও মজলিসে এদারীর আরও দুজন সদস্য রয়েছেন। প্রধান সদস্য মুফতি আব্দুস সালাম ও মাওলানা শায়খ আহমদ। তাদের ছাড়া আমি একা কোনো সিদ্ধান্ত জানাতে পারি না। আমরা তিনজন মিলে বসে মজলিসে শূরার বৈঠকের সময় নির্ধারণ করবো। এরপরই বিস্তারিত জানাতে পারবো ইনশাআল্লাহ।’

এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ইন্তেকালের পর মনোনয়ন করা হয় হেফাজতের নতুন (ভারপ্রাপ্ত) আমীর। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মনোনীত হোন হেফাজতের নতুন ভারপ্রাপ্ত আমীর। হাটহাজারী মাদরাসা মাঠে গত ১৯ আগস্ট আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় নতুন এ আমীরের ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী।

আরও পড়ুন: সবার সুপরামর্শে হেফাজতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব: আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ