বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

জামিয়া গহরপুর সিলেটের শাইখুল হাদীস মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের শাইখুল হাদীস হিসেবে নিযুক্ত হয়েছেন আল্লামা গহরপুরী রহ. এর শাগরিদ মাওলানা আব্দুল হাই উমরপুরী।

গত ২৩ আগস্ট (রোববার) মাদরাসার মজলিসে ইলমীর সঙ্গে পরামর্শ করে বিষয়টির মনোনয়ন দেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী। বিষয়টি মাদরাসার প্রিন্সিপাল নিজেই আওয়ার ইসলামকে জানিয়েছেন।

তিনি জানান, ‘মাওলানা আব্দুল হাই উমরপুরী এ জামিয়ার একজন সিনিয়র উস্তাদ। গত ৩৫ বছর যাবত জামিয়ায় দরস দিয়ে যাচ্ছেন। এর আগেও তিনি বুখারী শরীফের দরস দিতেন। তবে এখন শায়খুল হাদিস পদে আসীন হলেন।’

জানা গেছে, এ মাদরাসায় মোট পাঁচজন শিক্ষক বুখারী শরীফের দরস দেন। গত ২৩ জুলাই ২০২১ তারিখে জামিয়ার প্রবীণ শাইখুল হাদীস আল্লামা সাদ উদ্দিন (ভাদেশ্বরী হুজুর) রহ. ইন্তেকাল করলে শায়খুল হাদিস পদটি শূন্য হয়। এরপরই মাওলানা আব্দুল হাই উমরপুরী এ পদে মনোনীত হলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ