মাকসুদুর রহমান সাইমন রশীদি
হিজরি নববর্ষ উপলক্ষ্যে মক্কা মোকাররমার গভর্নর ও হারামাইন শরিফাইনের সম্মানিত খাদেম, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল বায়তুল্লাহকে গোসল করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মক্কা শরিফের গভর্নর খালেদ ফয়সাল কে বাদশাহ সালমানের পক্ষ থেকে কাবা শরিফকে ধৌত করার নির্দেশ দেয়া হয়। আর তাতে মক্কা শরিফের নায়েবে আমির শাহজাদা বদর বিন সুলতান বিন আব্দুল আজিজও শরিক হন।
শুধুমাত্র কাবা ঘরের ভেতরে দুই ঘন্টা সময় নিয়ে ৪৫ লিটার সুগদ্ধি ও জমজম পানি ব্যবহার করা হয়। বায়তুল্লাহর অভ্যন্তর প্রাচীর তিন মিটার উঁচু। এর ছাদ ভেতরের দিকে সবুজ সিল্ক ফ্যাব্রিক দিয়ে আচ্ছাদিত।
অষ্টম হিজরির শেষে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে কাবা শরিফে প্রবেশ করেন। তখন ছিলো রমজানের ১৮। এর পরের মাসেই হিজরি নববর্ষে রাসুলুল্লাহ সা. বায়তুল্লাহ থেকে ৩৬০টি মূর্তি ভেঙ্গে ফেলেন।
এরপর বায়তুল্লাহকে আল্লাহর রাসুলের উপস্থিতিতে গোসল দেয়া হয়। গোসল দিয়ে রাসুল সা. দু রাকাত নামাজ আদায় করেন বায়তুল্লাহয়। এরপর ধেকে বছরে দু’বার বায়তুল্লাহকে গোসল দেয়া হয়।
এ বছর করোনার মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে নানান কর্মসূচী ঘোষণা করে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। সূত্র: আল আরাবিয়া
-এটি