এম. মিজানুর রহমান ।। দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রসিদ্ধ মাদ্রাসা কক্সবাজার আল-জামিয়া ইমদাদিয়া আজিজুল উলুম পোকখালী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোক্তার আহমদ রহ. ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (২৩ আগস্ট) সাড়ে ২টায় ঈদগাঁও উপজেলার ডায়াগনস্টিক হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো সম্ভাব্য (৯৫)।
মাদরাসা সূত্রে জানা যায়, অসুস্থতাজনিত কারণে গতকাল সকালে ঈদগাঁও একটি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়। এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হুজুরের মৃত্যুতে অসংখ্য ছাত্র পরিবার-পরিজন নিকট আত্মীয় সহ স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, মাওলানা মোক্তার আহমদ রহ. ১৯৭০ সাল থেকে কক্সবাজারের পোকখালী আল-জামিয়া ইমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা (প্র.পোকখালী মাদরাসা) প্রতিষ্ঠাতা ও দায়ীত্বে ছিলেন। মৃত্যুর সময় ৬ছেলে ও ১০ মেয়ে সহ ২স্ত্রী (১ম স্ত্রীর ১জন ছেলে ৭জন মেয়ে, ২য় স্ত্রীর ৫ছেলে ৩মেয়ে) রেখে যান।
মরহুমের বড় ছেলে আওয়ার ইসলামকে জানান, আগামীকাল সাড়ে ১১টায় মাদরাসা প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে, মাদরাসা কবরস্থানেই দাফন করা হবে।
-এটি