মোস্তফা ওয়াদুদ: মাদরাসা খােলার বিষয়ে ৪ সদস্যের কমিটি গঠন করেছে বেফাক। এ কমিটিকে মাদরাসা খোলার বিষয়ে চলমান প্রচেষ্টা আরাে জোরদার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক ও মুফতি নূরুল আমীন।বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কমিটির সদস্য ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি নূরুল আমীন।
আজ শনিবার (২১ আগস্ট) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিসে খাস-এর সভায় এ দায়িত্ব প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।
এছাড়াও বৈঠকে মাদরাসার সকল ওস্তাদ-শিক্ষক ও ছাত্রদের করােনা ভাইরাসের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। লকডাউনের মতাে প্রতিকূল পরিস্থিতিতেও বেফাকের নির্মাণাধীন ১১ তলা ভবন নির্মাণের অগ্রগতির বর্তমান পর্যায়ে দোতলার আংশিক ছাদ ঢালাই হওয়ায় সকলে সন্তোষ প্রকাশ করেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মুফতি নূরুল আমীন ও মাওলানা মুনিরুজ্জামান।
এমডব্লিউ/