আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ডেডিকেটেড হাসপাতালের সক্ষমতা বাড়াতে ৩১২টি ভেন্টিলেটর বাংলাদেশ সরকারকে প্রদান করেন বিদেশে অবস্থানরত বাংলাদেশী চিকিৎসকরা।
শনিবার (২১ আগস্ট) ভোর রাত ৩টা ৩৬মিনিটে ভেন্টিলেটরগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের QR638 মডেলের একটি বিমান দোহা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ।
পরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ডা. আব্দুল্লাহ বলেন, এই মহামারীর সময়ে এসব সহযোগিতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করা হচ্ছে।
এসব ভেন্টিলেটর শুধু করোনার সময় নয়, পরবর্তী সময়েও যে কোন মুমূর্ষু রোগীর জন্য এসব ব্যবহার করা যাবে বলে জানান তিনি।
ডা. আব্দুল্লাহ আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে ৫জন ও কানাডা থেকে ১জনসহ মোট ৬জন ডাক্তার এবারে এসব ভেন্টিলেটর পাঠিয়েছেন। আগামীতে আরও ভেন্টিলেটর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগেও ২৫০ টি ভেন্টিলেটর উপহার স্বরূপ দেন প্রবাসীরা। দুইবারে মোট ৫৬২ টি ভেন্টিলেটর এসেছে। মূলত এসব ভেন্টিলেটর জেলা পর্যায়ের হাসপাতাল ও কিছু এ্যাম্বুলেন্সেও সংযোজন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
-এএ