বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আয়েশা সিদ্দিকা রা.কে অবমাননা, অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রা.কে অবমাননা করায় অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি পাবলিক প্রসিকিউশনের একটি সরকারি সূত্র জানায়, প্রসিকিউটর জেনারেল শেখ সৌদ বিন আবদুল্লাহ আল-মুজাবিব এই নির্দেশনা দিয়েছেন।

সূত্র জানায়, পাবলিক প্রসিকিউশনের মনিটরিং সেলের নির্দেশে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে উম্মুল মুমিনীন আয়েশা রা. এবং পরোক্ষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও অবমাননা করা হয়েছে।

ধর্মীয় সম্মানীত ব্যক্তিদের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে ফৌজদারী আইনের ধারা ১৫ এবং ১৭ এর অধীনে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর জেনারেল। কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে অপরাধীকে দ্রুত আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।

সূত্র জানায়, ধর্মীয় ব্যক্তিত্ব, ইসলামী মূল্যবোধ এবং জন নৈতিকতার অবমাননা করে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট পোস্ট করা একটি মারাত্মক ও ক্ষমার অযোগ্য অপরাধ যা অ্যাটর্নি জেনারেলের রেজোলিউশন নং ১ ম্যাজিস্ট্রেট ১৪৪১-এর অধীনে গ্রেফতার ও বিচারের আওতাধীন। এই ধরনের অপরাধে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ রিয়াল জরিমানা হয়।

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ