জুলফিকার জাহিদ।।
জুমার দিনে মসজিদুল হারামে নামাজ ও ওমরা পালন করতে আসাদের সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখতে বিশেষ সেবার ব্যবস্থা করেছেন হারামাইন কর্তৃপক্ষ। এই সেবার অধীনে 'আপনার হাতে আপনার ছাতা' শিরোনামে একটি বিশেষ প্রচারণা চালিয়ে ৪ হাজার ছাতা বিতরণ করেছে হারামাইন কর্তৃপক্ষ।
এছাড়াও মসজিদুল হারামে জুমার নামাজ আদায়কারী ও ওমরাহ পালন করতে আসাদের ১ লাখ জমজম পানির বোতল বিতরণ করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। ওমরাহ পালনকারীদের মধ্যে ছিলেন সৌদি নাগরিক, দেশের অভ্যন্তরের প্রবাসী, বিদেশ থেকে আসা ইবাদতকারীরা।
সবক ওয়েবসাইটের তথ্য অনুসারে, মসজিদুল হারামে জমজম পানির ইনচার্জ আব্দুর রহমান আল-জহরানি বলেন, ওমরাহ ও নামাজের জন্য আগতদের মধ্যে জমজমের পানি বিতরণের কর্মসূচি আগেই সাজানো ছিল।
৩৫০ জন শ্রমিক এবং২০ জন সৌদি ইনচার্জ জমজমের পানি বিতরণে অংশ নিয়েছিলেন। জমজমের পানির বোতল জুমার নামাজ ও খুতবার আগে বিতরণ করা হয়।
তিনি বলেন, সাফা ও মারওয়া, জানাজার স্থান, প্রথম তলা, দ্বিতীয় এবং তৃতীয় সৌদি সম্প্রসারণ ভবনে জমজমের পানি বিতরণ করা হয়েছে। জমজমের পানি বিতরণ টিমগুলো সিঁড়ি ও দরজার সামনে অবস্থান করছিল।
এছাড়াও জুমার দিনে মসজিদুল হারামে নামাজ ও ওমরা করতে আসা ইবাদতকারীদের, মসজিদুল হারামের কর্মচারীদের মাঝে ৪ হাজার ছাতা বিতরণ করেছে হারামাইন কর্তৃপক্ষ।
তাওয়াফের সময় ওমরাহ আদায়কারীরা যেন সূর্যের তাপ থেকে সুরক্ষিত থাকতে পারেন তাই 'আপনার হাতে আপনার ছাতা' শিরোনামে একটি বিশেষ প্রচারণা চালিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।
এনটি