মোস্তফা ওয়াদুদ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আজ শুক্রবার (২০ আগস্ট) মাগরিবের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে জমিয়তের একাধিক নেতা নিশ্চিত করেছেন।
জমিয়তের একজন সিনিয়র নেতা জানান, এর আগেও মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর ৯টি মামলায় জামিন হয়। এরপর বাকি মামলাগুলো থেকে জামিন পান গত তিনদিন পূর্বে। তবে জামিনের চূড়ান্ত কাগজ কারাগারে পৌঁছাতে সময় নেওয়ায় তিনদিন পর আজ তিনি কারাগার থেকে মুক্তি পান।
জানা গেছে, এ সময় কারা ফটকে তাকে স্বাগত জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুল ওহাব প্রমুখ।
এমডব্লিউ/