আন্তর্জাতিক ডেস্ক: যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মসজিদুল হারাম ও মসজিদে নববিতে খুতবাহ ও জুমআ অনুষ্ঠিত হবে। আজকের এই জুমা ১৪৪৩ হিজরি সনের মহররম মাসের দ্বিতীয় জুমআ ।
আজ ২০ আগস্ট ২০২১ইং কাবা শরিফ ও মদিনায় খুতবাহ এবং জুমআর নামাজ পরিচালনার জন্য হারামাইন কর্তৃপক্ষ কাবা শরিফে নির্বাচন করেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ সৌদ ইবনে ইবরাহিম আশ-শুরাইমকে এবং মদিনা শরিফে নির্বাচন করা হয়েছে প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলি আল হুজাইফিকে।
যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ হজে অংশগ্রহণকারী মসজিদে হারামের নামাজে উপস্থিত হবেন। স্বাস্থ্য নিরাপত্তার সুবিধার্থে নিজ নিজ জায়নামাজ, মাস্ক ও নিরাপদ দূরুত্ব বজায় রেখে নামাজ পড়বেন মুসল্লিরা।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দ্বিতীয় বারের মতো সীমিত আকারে সুষ্ঠ-সুন্দর ও নিরাপদে হজ সম্পন্ন হওয়ার পর পরই শুরু হয়েছে ওমরাহ পালনের কার্যক্রম।
এনটি