নুরুদ্দীন তাসলিম।।
পরিবর্তন হতে পারে হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাযা নামাজের সময়। সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে পিছিয়ে আগামীকাল সকাল সাড়ে সাতটায় জানাজা হতে পারে বলে একটি সূত্রে জানতে পেরেছেন আওয়ার ইসলামের চট্টগ্রাম প্রতিনিধি ইশতিয়াক সিদ্দিকী।
এর আগে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা নামাজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাজা নামাজে অংশ নিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভক্ত,অনুরক্ত ও ছাত্ররা এই সময়ে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে আশংকা তৈরি হওয়ায় জানাযার নামাজের সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আওয়ার ইসলামের চট্টগ্রাম প্রতিনিধি ইশতিয়াক সিদ্দিকী।
তিনি বলেন, জানাযার বিষয়টি নিয়ে হাটহাজারী মাদ্রাসার দায়িত্বশীল পর্যায়ে বৈঠক চলছে। বৈঠকে সিদ্ধান্ত শেষে জানানো হবে জানাযার নির্দিষ্ট সময়ক্ষণ। তবে একটি সূত্রে আগামীকাল সকাল সাড়ে সাতটায় জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এছাড়া দুইটি জানাজা হতে পারেও বলে জানান তিনি।
তবে আল্লামা জুনায়েদ বাবুনগরীর অসীয়ত অনুযায়ী জানাজা দাফন নিজ বাড়ি বাবুনগরীতেই হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন।
এর আগে আজ সকালে তিনি স্ট্রোক করায় ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।
গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে বলে জানিয়েছে সূত্র। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এনটি