বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আল্লামা বাবুনগরীর ইন্তেকালে ইসলামী দলসমূহের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে দেশের ইসলামী দলসমূহ।

শোকবার্তায় তারা বলেন, ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। তিনি দীর্ঘদিন যাবত উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর শাইখুল হাদীস হিসেবে সুনামের সাথে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। ইলমী ও বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন। তিনি একজন মানব দরদি, নম্র-ভদ্র, সরল মনের অধিকারী ছিলেন। আল্লামা বাবুনগরী ছিলেন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে একজন। তার ইন্তেকালে দেশের ঈমানদার জনগণ একজন খ্যাতিমান ধর্মীয় অভিভাবক হারালেন। তিনি হাজার হাজার আলেম গড়ে তুলেছেন। আল্লামা জুনায়েদ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে ইলমে নববীর আলো বিতরণ করে গেছেন। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।

পীর সাহেব চরমোনাই আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করেন। আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল এখতিয়ারের তৌফিক দিন, আমীন।’

বাংলাদেশ খেলাফত আন্দোলন: হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও কেন্দ্রীয় নেতা মুফতী সাঈদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে জাতি একজন সুদক্ষ হাদীস বিশারদ, বিজ্ঞ হক্কানী
আলেমেদ্বীন ও ইসলামের সাহসী পথপ্রদর্শক কে হারালো। তাঁর খিদমত জাতি চিরদিন স্মরণ রাখবে। নাস্তিক বিরোধী
আন্দোলনের অগ্রনায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরী তাঁর জীবনে সুদক্ষ মেহনতের মাধ্যমে অসংখ্য আলেম ও ইসলামের
সাহসী সৈনিক তৈরি করে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে কাওমী অঙ্গন সহ দেশ বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।
খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ আজ (১৯আগষ্ট) সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানীত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। আল্লামা বাবুনগরী দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস ও শিক্ষাসচিব ছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২.৩০মিনিটে চট্টগ্রামস্থ একটি হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে স্ট্রোক করলে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আল্লামা বাবুনগরী ফটিকছড়ি আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা দীর্ঘদিন হাদিসের সিনিয়র ওস্তাদ হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালে হাটহাজারী মাদ্রাসায় হাদীস শাস্ত্রের সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন‌। ২০২০ সালে তিনি হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব মনোনীত হন। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন এবং পরবর্তীতে হেফাজতের আমির নির্বাচিত হন।

তার মৃত্যুতে দেশ একজন বিদগ্ধ গবেষক আলিমে দ্বীন এবং বুজুর্গ ব্যক্তি কে হারালো। আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শীষ্য ও ভক্তবৃন্দ সহ সকলের প্রতি জমিয়ত নেতৃবৃন্দ গভীর সমবেদনা জানান।

বিবৃতিদাতাগণ হলেন জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দিন, সহ-সভাপতি মাওলান ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, লোকমান মাজহারী মাওলানা নাসিরউদ্দিন খান, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী প্রমূখ।

খেলাফত মজলিস: হেফাজতে ইসলামীর আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজারীর শায়খুল হাদীস ও শিক্ষাসচিব, প্রথিতযশা আলেমে দ্বীন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. শুধু একজন প্রথিতযশা আলেমে দ্বীন ছিলেন না। তিনি ছিলেন এ জাতির একজন আপোষহীন রাহ্বার। জুলুম নিপীড়নের শিকার হয়েও অবিচলভাবে তিনি দ্বীনের খেদমত করে গেছেন। আজ তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

বিবৃতিতে নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে তাঁর সকল নেক আমল কবুলের দোয়া করেন। তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর চট্রগ্রাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী। আজ ১৯ আগস্ট সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বানীতে তিনি বলেন, আল্লামা বাবুনগরী দ্বীর্ঘ সময় হাদিসের খেদমত করেছেন।

অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ইসলাম ও মুসলিম উম্মাহ এর স্বার্থ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ও আপসহীন ভূমিকা রেখেছেন। লেখনীর জগতেও তার অবদান উল্লেখযোগ্য। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার ইন্তেকালে দেশ একজন সত্যিকার নায়েবে নবী আপসহীন ও আধ্যাত্মিক রাহবারকে হারিয়েছে। যা অপূরণীয়।

আল্লামা ইসমাঈল নূরপরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে জান্নাতের উচ্চ মাকাম দানে দুআ করেন এবং তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের ধৈর্য্য ধারনের তাওফিক কামনা করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ): হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস ও শিক্ষাপরিচালক আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান,সহকারি মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, যুববিষয়ক সম্পাদক মুফতি রেদওয়ানুল বারী সিরাজী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ এই শোক জানান।

শোকবার্তায় তারা বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন একজন বিদগ্ধ আলেমেদ্বীন, লেখক, কলামিস্ট ও মানুষ গড়ার কারিগর। তার ইন্তেকালে জাতি মুসলিম উম্মাহর দরদী দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ একজন রাহবারকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে তার জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আরও শোক জানান খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

নেজামে ইসলামের পার্টি: আমিরে হেফাজত শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলামের পার্টি।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রশিদ মজুমদার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সারওয়ার সহ-সভাপতি মুফতি জিয়াউল হক মজুমদার শাইখুল হাদিস মাওলানা আতাউর রহমান মাওলানা আব্দুল বাতেন মহাসচিব মুফতি মো. আব্দুল কাইয়ুম যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা শেখ লোকমান হোসেন মাওলানা আসলাম রহমানী মাওলানা মাহবুব উল্লাহ এডভোকেট রবিউল আলম মজুমদার, মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুজ্জামান , অর্থ সম্পাদক মাওলানা আশরাফ আলী জিহাদী শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আবুল হাসান তালুকদার ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম ,শিক্ষা-সংস্কৃতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেজওয়ানুর রহমান খান, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, নেতৃবৃন্দ বলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী আজীবন ইসলাম ও এলমে নববীর খেদমত করে গেছেন বাতিলের মোকাবেলায় সোচ্চার ছিলেন। তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ তার পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষী ও ভক্তবৃন্দদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও ঐতিহ্যবাহি দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস, আলেম কূল শিরোমণি আল্লমা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় পার্টির নেতৃবৃন্দ বলেন, আল্লামা বাবুনগরি রহ. ছিলেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ও সাহসী মজলুম নেতা। তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেননি। সত্যের উপর অবিচল থেকে তিনি গনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। হক ও হক্কানিয়্যতের পক্ষে বলিষ্ঠ এই মহান আলেমের ইন্তেকালে এক বিরাট শুন্যতার সৃস্টি হলো। তার জায়গা কখনো পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় স্বাক্ষরকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, ড. মাওলানা খলিলুর রহমান খান আযহারী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা শেখ হুসাইন মুহাম্মাদ শাহজাহান ইসলামাবাদী, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা হুসাইন আহমাদ হেলাল শাহতলী, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর স্বাস্থ্য বিষয়ক সচিব ক্বারী ফজলুল করিম জিহাদী, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, শ্রম বিষয়ক সচিব জনাব নাজিমুদ্দীন, হাফেজ মাওলানা দিলাওয়ার হুসাইন নেত্রকোনা, মাওলানা রাশেদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মুফতি শরীফুর রহমান, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক সাদেকী, হাফেজ আমানুল হক, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী আইন বিষয়ক সচিব এডভোকেট যুবাইর আহমাদ ফরিদ, সহকারী দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা মুসাদ্দিকুল মাওলা, মাওলানা কামরুল ইসলাম ফরিদপুরী প্রমুখ।

ছাত্র জমিয়ত বাংলাদেশ: দেশের সর্ববৃহৎ ইসলামি বিদ্যাপিঠ চট্টগ্রামের আল-মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহ.) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ এ শোক জানান।

শোকবার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) দেশ ও জাতীর জন্য যে দুরদর্শী খেদমত আঞ্জাম দিয়েছেন তার জন্য এদেশের মানুষ তাঁর প্রতি চির কৃতজ্ঞ থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। নিঃসন্দেহে তিনি একজন কামেল বুজুর্গ ছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ও বাতিলের মোকাবেলায় তিনি মৃত্যু পর্যন্ত রাজপথে নিরলস কাজ করে গেছেন।

বিশেষভাবে ২০১৩ সালে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে যে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলেছিলেন তা বিশ্বের ইতিহাসে স্মরণ হয়ে থাকবে। আমরা হজরতের সকল অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হজরতের অগণিত ছাত্র, ভক্ত, মুরীদ, শুভানুধ্যায়ী এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা আপোষহীন নেতা আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন।

সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে মুসলিম উম্মাহ এক দরদী রাহবার এবং সংগ্রামের ময়দানে একজন দৃঢ়চেতা সেনাপতিকে হারালো। তাঁর মৃত্যুর মধ্যদিয়ে ইসলামী অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মত গভীর ইলমওয়ালা ব্যক্তিত্ব দুনিয়া থেকে চলে যাবার মাধ্যমে পৃথিবী কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ তাঁর ইখলাস, সত্যবাদিতা এবং সরলতাকে কবুল করুন।

নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর রেখে যাওয়া অসংখ্য ছাত্র-সাগরেদ, ভক্ত-অনুরক্ত ও শুভাকাঙ্খীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ