বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড আপিলে বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে সাবিনা নামের এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় নিু আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলীর সাজা বহাল রেখেছে আপিল বিভাগ।

আজ (বুধবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেয়।

এছাড়া মামলার অপর তিনজন আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।

২০০৪ সালের ২৫শে মার্চ রাতে উপজেলার লালনগর গ্রামে আব্দুল মালেক ঝনুর মেয়ে সাবিনা প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখে ফেরার পথে অপহরণ করে অভিযুক্তরা। তকে একটি তামাক ক্ষেতে ধর্ষণের পর হত্যা করে তারা।

পরদিন সাবিনার বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ২০০৯ সালের ৪ঠা ফেব্র“য়ারি পাঁচজনকেই মৃত্যুদণ্ড দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন।

পরে তাদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠালে আসামিরা সাজার বিরুদ্ধে আপিল করেন। এর মধ্যে কামরুল নামে এক আসামি মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ