ওরম দামির।।
সৌদি আরবের পবিত্র মসজিদের ব্যবস্থাপনা কমিটি জানিয়েছেন, গত হিজরি বছরে মসজিদুল হারামে আগত ইবাদতকারীদের মাঝে ১৮ মিলিয়ন জমজম পানির বোতল বিতরণ করা হয়েছে।
আজেল ওয়েবসাইট-এর তথ্য মতে ব্যবস্থাপনা কমিটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘১৫ টি গাড়ি মাধ্যমে ১০ মিলিয়ন লিটার জমজমের পানি মসজিদুল হারাম হারামে আগতদের মাঝে বিতরণ করা হয়েছে। এ কাজে ১ হাজার কর্মী নিয়োজিত ছিলেন।
এছাড়াও এ কাজে ৬৪ টি স্মার্ট যান ও ২০০ টি ব্যাগ ব্যবহার করা হয়েছে বলে জানান ব্যবস্থাপনা কমিটি ।
ব্যবস্থাপনা কমিটির বক্তব্য অনুযায়ী তাওয়াফ প্রাঙ্গণ, সাফা মারওয়ার মাঝখানে সায়ীর এলাকা, জানাযা নামাজের স্থান, প্রথম তলা, বিশেষ করে বাদশা ফাহাদ এবং বাদশা আবদুল্লাহ সম্প্রসারিত এলাকা, ইলেকট্রিক সিঁড়ি ও প্রবেশ পথগুলোতে এবাদত আদায়কারীদের বিনামূল্যে জমজমের পানি বিতরণ করা হয়েছে।
এনটি