বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আফগানিস্তানকে পরিবর্তন করা আমাদের মিশন ছিল না: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

কাবুলে তালেবানের নিয়ন্ত্রণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আফগানিস্তানকে পরিবর্তন করা আমাদের মিশন ছিল না, আমাদের মিশন ছিল আল কায়দাকে শেষ করা এবং ওসামা বিন লাদেনকে আটক করা, আমরা এই মিশনে সফল হয়েছি’।

এ সময় তিনি বলেন, ‘আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার সঠিক সিদ্ধান্ত ছিল, এই সিদ্ধান্তের জন্য আমরা লজ্জিত নই, জানি এই সিদ্ধান্তের কারণে আমাদের সমালোচনার মুখে পড়তে হবে’।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, চার মেয়াদ ধরে আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে এসেছে, আমি পঞ্চম মেয়াদে এই যুদ্ধ সামনে এগোতে দেব না, এটা আমেরিকার জনগণ, মার্কিন বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত নয়। তিনি আরো বলেন, আমেরিকার ইতিহাসে এটাই সব থেকে বড় যুদ্ধ ছিল এবং এতে আমাদের অনেক প্রাণ হারাতে হয়েছে।

তিনি বলেন, যা হয়েছে তা আরো চার বছর আগে অথবা ১৫ বছর পরেও হতে পারত, বর্তমানে আমরা আফগানিস্তান থেকে নিজেদের এবং আমাদের মিত্রদের নিরাপদে বের করার চেষ্টা করছি।

তিনি বলেন, ‘আফগানিস্তানে তালেবান এত দ্রুত নিয়ন্ত্রণ নিবে এটা আমরা আশা করিনি’।

তিনি বলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আশরাফ গনির সাথে সেনা প্রত্যাহারের পরের পরিস্থিতি নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম, তারা বলেছিলেন আফগান সরকার যুদ্ধ চালিয়ে যাবে।

বাইডেন আরো বলেন, ‘যেই লড়াই আফগান বাহিনী চালাতে চায় না, মার্কিন বাহিনী সে যুদ্ধ কেন চালিয়ে যাবে? অথচ আফগান বাহিনী কে আমরা বেতন পর্যন্ত দিতাম’।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ