বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

দৈনিক ওমরা আদায়কারীদের সংখ্যা বাড়ানো হবে ১ লাখ ২০ হাজার পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের হজ ও ওমরার সেক্রেটারী আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছেন বর্তমানে প্রত্যেকদিন ৬০ হাজার জনকে ওমরা করার দেয়ার সুযোগ দেয়া হচ্ছে।

তিনি বলেছেন, ওমরা আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং ১ লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে। আল অঅখবারিয়া চ্যানেলের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, যারা ওমরার অনুমতি পেয়েছেন তাদের কার্যক্রম শুধু তাওয়াফ এবং সাফা মারওয়া সায়ী পর্যন্তই সীমাবদ্ধ নয়; বরং বহিরাগত ও অভ্যন্তরীণ উমরা পালনকারীদের অন্যান্য সব ইবাদত করার অনুমতি দেওয়া হচ্ছে।

এই অনুমতির অধীনে ওমরা আদায়কারীরা মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদীনা মুনাওয়ারায় মসজিদে নববীতে জিয়ারত করতে পারছেন।

তিনি জানিয়েছেন, শনিবার বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে ৫০ ওমরা আদায়কারী সৌদি আরবে পৌঁছবেন। এছাড়া বিদেশি ওমরা যায় কারীদের সংখ্যা দিন দিন বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ