আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার পরিচালনা কমিটির (মজলিসে শূরার) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাদরাসার পরিচালনা কমিটি মনোনীত করা হয়েছে।
গত বুধবার (১১আগস্ট) মাদরাসার শুরার বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মাঝে অন্যতম হলো মাদরাসার পরিচালনা কমিটি মনোনায়ন।
জানা গেছে, বৈঠক শেষে মাদরাসার সদরুল মুদাররিসিন হিসেবে মনোনীত করা হয়েছে শায়খুল হাদিস মাওলানা আব্দুল হাইকে। আর সদরে শুরা ও সদরে মুহতামিম হিসেবে শায়খুল হাদিস মাওলানা হাবিবুর রহমান (হাজী সাহেব হুজুর) কে মনোনায়ন করা হয়েছে। এছাড়া মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুফতি ফজলুল হক আমিনী রহ. এর খলিফা মাওলানা মুহিব্বুল্লাহকে।
বৈঠকে তিনজনকে সহযোগী মুহতামিম মনোনীত করা হয়। তারা হলেন, মাওলানা ইয়াহইয়া, মুফতি ফয়জুল্লাহ ও মুফতি ফজলুল হক আমিনী রহ. এর সন্তান মাওলানা আবুল হাসানাত আমিনী।
এমডব্লিউ/