বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

চরমোনাই পীরের হাতে মুসলিম হলেন বাগেরহাটের রঞ্জন কুমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাইয়ের নায়েবে পীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছেন বাগেরহাটের এক যুবক। তার নাম রঞ্জন কুমার দে। মুসলিম হওয়ার পর বর্তমানে তার নাম রাখা হয় মো. আব্দুল রহিম।

আজ শুক্রবার (১৩ আগস্ট) বাদ জুমা চরমোনাই মাদরাসা মসজিদে কালেমা পাঠ করে মুসলিম হোন তিনি। এ সময় মসজিদের মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন চরমোনাই পীরের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর সিদ্দিক।

তিনি জানান, নব মুসলিম আব্দুর রহিম ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে কালেমা পাঠ করেছেন।

জানা গেছে, আব্দুর রহিমের গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। সেখানেই একটি দোকান পরিচালনা করেন তিনি। স্থানীয় মুজাহিদ কমিটির সদস্যরা তাকে চরমোনাই পীরের কাছে নিয়ে এলে তিনি ইসলামের আলোয় আলোকিত করেন নিজেকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ