বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সিনোফার্মের ৬ কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে আরো ৬ কোটি ডোজ করোনার টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১১ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি ২৭তম সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে টিকার ক্রয় মূল্য প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এর দাম আগের চেয়ে বাড়েনি। আর এসব টিকা আসতে পারে নভেম্বর মাস নাগাদ।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দরকার ২৭ কোটি ৬৪ লাখ ডোজ টিকা। হাতে আছে ৩ কোটি ৫৫ লাখ ডোজ। বাকি ডোজ টিকা পর্যায়ক্রমে কিনবে সরকার।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য ১০ প্রস্তাব উত্থাপন করে কমিটি। এর মধ্যে অনুমোদন দেয়া হয়েছে ৯টির।

এর মধ্যে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে ছয় কোটি ডোজ করোনা টিকা কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। তবে এর ক্রয় মূল্য জানানো হয়নি। আর এসব টিকা আসতে পারে চলতি বছরের নভেম্বর মাস নাগাদ।

এর আগে সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কেনে সরকার। এর মধ্যে ৭০ লাখ ডোজ এসেছে দেশে। এছাড়া, উপহার হিসেবে ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে চীন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ