আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এ সময় দখলদার ইসরায়েলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখা তেহরান ও আঙ্কারার অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা বলে উল্লেখ করেন দুই নেতা।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যার ওই ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, এই যৌথ এজেন্ডা থেকে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অসহায় ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহযোগিতার বিষয়টি কখনো মুছে যাবে না। তেহরান ও আঙ্কারার মধ্যকার সহযোগিতা মুসলিম উম্মাহর জন্য অনেক সুবিধা বয়ে আনতে পারে। এতে মুসলিম বিশ্বের পাশাপাশি আঞ্চলিক উন্নতি, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রেও লাভবান হওয়া যাবে।
পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে স্বাভাবিক প্রতিবেশীর সম্পর্কের ঊর্ধ্বে বলে মন্তব্য করেন ইবরাহিম রায়িসি। বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য জরুরি হলো ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করা। আমরা আমাদের ভ্রাতৃপ্রতীম ও বন্ধুদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।
এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান আবারো ইরানের নতুন প্রেসিডেন্ট রায়িসিকে অভিনন্দন জানান। একই সঙ্গে আশা প্রকাশ করেন যে, প্রেসিডেন্ট রায়িসির আমলে তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক আরো বেশি জোরালো হবে। তুরস্কে সম্প্রতি দাবানল নেভানোর ক্ষেত্রে ইরান সহযোগিতা করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট।
-এটি