ওমর দামির।।
ওমরার জন্য প্রত্যেকদিন ৬০ হাজার জনকে অনুমতি দেওয়ার পর বিদেশি এবং সৌদি আরবে অবস্থিত অন্য দেশের নাগরিকদের মসজিদুল হারামে পৌঁছার সংখ্যা বেড়েছে।
সবক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮ শিফট ভাগ করে প্রত্যেকদিন ওমরার অনুমতি দেওয়া হচ্ছে। এতে করে বিদেশী ও সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা সহজভাবেই ওমরার কাজ সম্পন্ন করতে পারছেন।
বর্তমানে ১২ থেকে ১৮ বছর বয়সীরাও ওমরা করতে মসজিদুল হারামে আসতে শুরু করেছেন।
মসজিদুল হারামের ব্যবস্থাপনা কমিটি ওমরা করতে আসা মেহমানদের স্বাস্থ্য সুরক্ষায় মসজিদুল হারামে পরিষ্কার পরিছন্নতার কাজ বাড়িয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, সৌদি আরবের হজ ও ওমরা কমিটির প্রধান হানি আল আমিরী বলেছিলেন, ১ মহররম থেকে মাসে ২০ লাখ মানুষ ওমরা আদায় করবেন।
বিদেশিদের জন্য ওমরা, মসজিদে নববীতে জিয়ারত, মসজিদুল হারামের নামাজ আদায় করার জন্য ভ্যাকসিন নেওয়া শর্ত।
এনটি