মোস্তফা ওয়াদুদ: সরকারি ঘোষণার আগে খুলবে না জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ক্যাম্পাস। এমন নির্দেশনা দিয়ে এলান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল রোববার (৮ আগস্ট) বিকালে প্রতিষ্ঠানটির নাজেমে তা’লীমাত ও শায়খুল হাদিস মুফতী মাকবুল হােসাইন কাসেমীর স্বাক্ষরে এ এলান প্রকাশ করে মাদরাসাটি।
এলানে বলা হয়, ‘এতদ্বারা জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা-এ ২০২১/২২ইং শিক্ষাবর্ষে ভর্তি সম্পন্ন হওয়া ছাত্রদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, সরকারী ঘােষণা অনুযায়ী যখন মাদরাসা খােলার সিদ্ধান্ত আসবে, তখনই ছাত্ররা মাদরাসা ক্যাম্পাসে অবস্থান করে শিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করবে। এর পূর্বে মাদরাসা ক্যাম্পাসে অবস্থান করার জন্য কোনাে ছাত্রকে না আসার নির্দেশ দেয়া যাচ্ছে।’
এমডব্লিউ/