বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বৈধ ওমরা এজেন্সীর তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ১৪৪৩ হিজরি (২০২১-২০২২ খ্রি.) সনের ওমরাহ কার্যক্রম পরিচালনা করার জন্য বৈধ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করে এক প্রজ্ঞাপন জারী করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আজ সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণারয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় প্রথম ধাপে ২৪৮ টি ওমরাহ এজেন্সিকে শর্তসাপেক্ষে ওমরাহ যাত্রী প্রেরণের অনুমোদন প্রদান করা হয়েছে।

এর আগে গতকাল (৮ আগস্ট) ‘ওমরাহ কার্যক্রমে এজেন্সির তালিকা প্রকাশ ও নবায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছিলো ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছিলো, ‘সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ১৪৪৩ হিজরি (২০২১-২০২২ খ্রি.) সনের ওমরাহ কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী বৈধ ওমরাহ এজেন্সির তালিকা প্রণয়নের লক্ষ্যে ওমরাহ এজেন্সিসমূহকে আগামী ৩১.০৮.২০২১ খ্রি. তারিখের মধ্যে সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (দৃ: আ: উপসচিব (হজ)} বরাবর এজেন্সির নিজস্ব প্যাডে নিলিখিত কাগজপত্রসহ আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলাে। সেই সাথে যে সকল ওমরাহ এজেন্সির নবায়নের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা ৩১.১২.২০২১ তারিখ বা নিকটবর্তী সময়ে উত্তীর্ণ হবে, সে সকল ওমরাহ এজেন্সিকে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে নবায়ন ফি, ১৫% ভ্যাট বাবদ প্রযােজ্য অর্থ এবং অন্যান্য সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।’

এছাড়াও আবেদনের সাথে প্রয়ােজনীয় কাগজপত্রাদি সংযুক্তপূর্বক দাখিল করার জন্য অনুরােধ করা হয়।

বিস্তারিত বৈধ তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ