আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ডেঙ্গুর প্রকোপ রীতিমতো বেড়েই চলছে। এতে বাড়ছে মৃত্যুও। চলতি আগস্ট মাসের প্রথম আট দিনেই (১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৫ জন।
এ সময়ে রাজধানীর ডেঙ্গু রোগীর ৮০ শতাংশই ঢাকা দক্ষিণ সিটি করপোরশেন (ডিএসসিসি) এলাকার। ঢাকা উত্তরে এই হার ২০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো গত আট দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি মাসের প্রথম আট দিনে রাজধানীতে মোট ৭৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণের রোগীর সংখ্যা ৪৪৮। উত্তর সিটিতে এই সংখ্যা ৩৪২।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, ১ আগস্ট শনাক্ত হয়েছেন ২৩৭ জন, ২ আগস্ট ২৮৭ জন, ৩ আগস্ট ২৬৪ জন, ৪ আগস্ট ২৩৭ জন, ৫ আগস্ট ২১৮ জন, ৬ আগস্ট ২১৪ জন, ৭ আগস্ট ২০৪ জন এবং ৮ আগস্ট ২২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২২৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২২১ জন এবং বাকি ১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ৯৪৬ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৯০০ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৪৬ জন।
এ ছাড়া গত ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট চার হাজার ৫৪৩ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে তিন হাজার ৫৮৭ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।
-এএ