আন্দামান নওশাদ: চলতি মাসের ১৯ তারিখ রাজধানীর কাকরাইল মসজিদে ডাক্তারদের নিয়ে তাবলিগের জোড় অনুষ্ঠিত হবে। ডাক্তারদের নিয়ে অনুষ্ঠিতব্য তাবলিগের এ জোড়ের বিষয়ে আজ সোমবার (৯ আগস্ট) মাদ্রাসা উলুমী দীনিয়া মালওয়ালী মসজিদ (কাকরাইল মসজিদ) এর পক্ষ থেকে একটি ঘোষণা দেয়া হয়েছে।
তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শূরা মাওলানা মুহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত এ ঘোষণায় বলা হয়েছে, ‘আল্লাহপাকের ফজল ও করমে সবাই ভাল আছেন ও দ্বীনের খেদমতে মশগুল আছেন।’
‘গত বছরের ন্যায় এবারও ডাক্তারদের জোর আগামী ১৯ আগস্ট ২০২১ সাল, রোজ: বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হবে। দেশের সকল জেলার নতুন পুরাতন সকল সরকারি বেসরকারি এমবিবিএস, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ডাক্তারদের এই জোড়ে অংশ নেয়ার জন্য আহবান জানানো হয়েছে। জোড়ে কারগুজারী ও তাবলীগের বিষয়ে কথা হবে বলেও জানানো হয়েছে।
এমডব্লিউ/