আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার কখনো কমছে, আবার কখনো বাড়ছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কমেছে। এ সময় মারা গেছেন আরও ৯ হাজার ৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৪৩৩ জন।
শনিবার (৭ আগস্ট) মারা যান আরও ১০ হাজার ১৩৯ জন জন এবং আক্রান্ত হন ৬ লাখ ৯৩ হাজার ৮১১ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ৯৯ হাজার ৫০২ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ২২ লাখ ৯৪ হাজার ৭৩৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৯৪৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৯৮৭ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৫৫৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১৫ লাখ এক হাজার ৭৭৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৮২ জনের।
-এএ