বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ড. আফম খালিদ হোসাইন করোনা আক্রান্ত; দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

দেশের প্রথিতযশা গবেষক আলেম, ইসলামী আলোচক মাওলানা ড. আফম খালেদ হোসাইন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো দিকে বলে জানা যায়।

‘নিজের করোনা আক্রান্তের বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করে মাওলানা ড. আফম খালেদ হোসাইন বলেন, গত একসপ্তাহ আগে আমার করোনা সিনড্রোম দেখা দিলে ডাক্তারের স্মরণাপন্ন হই। পরীক্ষায় আমার করোনা পজেটিভ আসে। বর্তমানে আমি নিজ বাসায় আইসোলিয়েশনে আছি।’

‘শরীর আগের থেকে অনেক ভালোর দিকে। আসা করছি ‍খুব শ্রীঘ্রই সুস্থ হয়ে উঠবো, ইনশাআল্লাহ। আমি আমার সুস্থতার জন্য দেশবাসাীর কাছে দোয়া প্রার্থনা করছি’- বলেন, মাওলানা ড. আফম খালেদ হোসাইন।

কোন ডাক্তারের কাছে অধীনে চিকিৎসা সেবা নিচ্ছেন জানতে চাইলে দেশের এই গবেষক আলেম জানান, চট্টগ্রাম ওয়াসা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মুসলেহ উদ্দীনের তত্ত্বাবধানে আমি চিকিৎসাধীন। তার সার্বিক নির্দেশনা মেনেই বাসায় আইসোলিয়েশনে আছি।

আমার পরিবারের আরো বেশ কয়েকজন সদস্যও করোনা আক্রান্ত ছিলেন। আল্লাহর অশেষ রহমতে তারা এখন সুস্থ আছেন- জানান, মাওলানা ড. আফম খালেদ হোসাইন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ