আবদুল্লাহ তামিম।।
জর্দান ভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমদের ২০২১ সালের তালিকা প্রকাশ করেছে।
উইঘুরের নির্যাতিত মুসলিমদের পক্ষে লড়াই করে যাওয়া চীনের সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইলহাম তোহতি ‘ম্যান অব দ্য ইয়ার’ ও ভারতীয় প্রবীণ নারী বিলকিস বানু (৮২) ‘ওমেন অব দ্য ইয়ার’ হিসেবে বিবেচিত হয়েছেন।
বিশিষ্ট ইসলামী অর্থনীতিবীদ, পাকিস্তানের সাবেক বিচারপতি শায়েখ মুফতি মুহাম্মদ তাকী উসমানী হাফি.এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
২০২০ সালে এই তালিকায় তিনি প্রথম স্থানে ছিলেন।
এই বছর তালিকায় শীর্ষে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ২. সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। ৩. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ৪. জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন। ৫. পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানী ৬. মরক্কোর বর্তমান বাদশা ষষ্ঠ মুহাম্মদ ৭. আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৮. বিশ্বের অন্যতম প্রভাবশালী ইরাকী শিয়া মাযহাবের অন্যতম প্রবক্তা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-হোসাইনী আস-সিস্তানী
৯. ইয়েমেনি সুন্নি সুফি ইসলামি পণ্ডিত, শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন। আবুধাবিতে তাবাহ ফাউন্ডেশনের সুপ্রিম উপদেষ্টা কাউন্সিলের সদস্য ১০. মুসলিম আলেমদের আন্তর্জাতিক ইউনিয়ন সমিতির একজন সদস্য, সৌদির প্রভাবশালী আলেম শায়েখ সালমান আল আওদা ১১. উপসাগরীয় ক্ষুদ্র অথচ ধনী দেশ কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ছেলে কাতারের নতুন আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ১২. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো ১৩. আল আজহারের বর্তমান গ্র্যান্ড ইমাম এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট আহমাদ আল-তায়িব। ১৪. সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক আব্দাল্লাহ বিন মাহফুদ ইবনে বাইয়্যাহ ১৫. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তালিকায় শীর্ষ ৫০ জনের মাঝে আরো রয়েছেন মাওলানা মাহমুদ মাদানি হাফি. রয়েছেন ২৭ তম স্থানে, ড. ইউসুফ আল-কারযাভী হাফি. ৩১তম স্থানে, শায়েখ মাহমূদ আফেন্দী হাফি. ৩৪তম স্থানে এবং মাও. তারিক জামিল হাফি. ৩৫তম স্থানে রয়েছেন। সূত্র: দ্যা মুসলিম ফাইভ হান্ড্রেড
-এটি