বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

পীরে কামেল শায়খুল হাদিস আল্লামা নূর আহমাদ ছিলেন হালুয়াঘাটের গর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান ।।

পীরে কামিল শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (৬৫) ছিলেন আমাদের হালুয়াঘাটের গর্ব। তিনি আর নেই। ঢাকা উত্তরায় তার একমাত্র মেয়ে হাফেজ মাওলানা মুনিরার বাসার পাশে বাংলাদেশ মেডিকেল নামে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টা ২০ মিনিটের সময় তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

তার ভাতিজা আমার স্নেহের ছাত্র হাফেজ মাওলানা শাব্বির আহমাদ প্রথমে মৃত্যুসংবাদটি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, হাফেজ মাওলানা এনামুল ও হাসান নামে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জামিয়া হোসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইলের নায়েবে মুহতামিম ও জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচার শায়খে সানীসহ প্রায় ১০টির অধিক পুরুষ ও মহিলা মাদরাসার শায়খুল হাদীস ছিলেন। উনার গ্রামের বাড়ি হালুয়াঘাট উপজেলার গুনিয়ারিকান্দা গ্রামে।

তবে মাঝিয়াইল মাদরাসা রোডে তিনি নিজস্ব বাসায় থাকতেন। নিজের গাড়ি দিয়ে ঘুরে ঘুরে এসব মাদরাসায় হাদীসের দরস দিতেন। তিনি প্রথমে মাঝিয়াইল মাদরাসায় ও পরে জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ায় লেখাপড়া করেছেন। তিনি অত্যন্ত মেধাবী ও আদর্শ ছাত্র ছিলেন।

বালিয়ার সাবেক মুহতামিম পীরে কামিল মরহুম আল্লামা দৌলত আলী সাহেবের মেয়ের জামাতা ছিলেন। প্রথম জীবনে তিনি স্কুলে পড়ালেখা করলেও পরবর্তীতে মাদরাসায় ভর্তি হয়ে হক্কানী আলেম হওয়ার সৌভাগ্য অর্জন করেন এই দেশ বরেণ্য আলেম। তিনি বহুবার হজ্ব করাসহ বহু দেশ সফর করেছেন।

মাঝিয়াইল মাদরাসায় নবনির্মিত বিশাল মসজিদটি নতুন করে তার হাতেই গড়া। এছাড়াও মাঝিয়াইল দাওরা মহিলা মাদরাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

হালুয়াঘাটে এমন প্রতিষ্ঠান নেই বললেই চলে যেখানে তার ছুঁওয়া নেই। তার একমাত্র কন্যা হাফেজ মাওলানা মুনিরা তার চাচাতো বোন আমার নাতনী হাফেজ মাওলানা সুমাইয়ার সাথে শুরুর দিকে আমাদের এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার হুজুরের নিকট কুরআন শরীফ পড়তেন।

প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা আবু ইউসুফ মাহমুদীর দেওবন্দ পাস করা ছেলে মুফতী আবরারুল হক ইউসুফীর নিকট মুনিরাকে বিবাহ দেওয়া হয়েছে। আল্লামা নূর আহমাদ আমার দূর সম্পর্কের মামা হলেও আপন মামার চেয়ে বেশি মহব্বত ও সম্মানের ছিলেন।

আমি তাকে মামা ডাকতাম আর তিনিও আমাকে মামা বলে সম্বোধন করতেন। অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই মামার সাথে। বিভিন্ন দোয়া ও ওয়াজ মাহফিলে গেলে আমাকে দেখে ফেললে, মাঠে বসা থাকলে সেখান থেকে উঠিয়ে এনে তার পাশে বসাতেন। শুধু তাই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে দরস দিতে যাওয়ার সময় বা ওয়াজ মাহফিলে যাওয়ার সময় মামা আমাকে তার গাড়িতে উঠিয়ে সফরসঙ্গী করতেন।

যখন জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় শিক্ষক ছিলাম তখন মামা আমাকে তার ভায়রাভাই মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমের কামরায় নিয়ে যেতেন। মামার আদর কখনো ভুলতে পারবো না। আল্লাহ তায়ালা মামাকে যেন জান্নাতে আ'লা মাক্বাম দান করেন আল্লাহ তায়ালার নিকট সেই আবেদন জানাচ্ছি। মামার জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল।

তার প্রায় ৩০ বছরের কর্মস্থল জামিয়া হোসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল মাদরাসা মাঠে সোমবার বিকাল ৩টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাশেষে মামাকে মাঝিয়াইল মাদরাসা মসজিদ প্রাঙ্গণে পীরে কামিল মরহুম মাওলানা আব্দুল মজিদ জিহাদী হুজুরের কবরের পূর্বপাশে দাফন করা হয়।

জানাজাপূর্ব সমাবেশে মাঝিয়াইল মাদরাসার নাজিমে তালীমাত মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, (নামের মানের সিরিয়াল মেইনটেইন না করে লেখা) ধারা ইউপি চেয়ারম্যান তোফায়েল আলম বিপ্লব, রফিকুল ইসলাম কেরানী, মাঝিয়াইল মাদরাসার সভাপতি হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, মামার বেয়াই প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা আবু ইউসুফ মাহমুদী, মামার ভায়রা জার্মান প্রবাসী মাওলানা আজিজুর রহমান, হালুয়াঘাট মার্কাজ মসজিদের জিম্মাদার মাওলানা আজিজুল হক, তাবলীগের মুরুব্বি প্রফেসর হাফিজ উদ্দিন, চরখরিচা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু সাঈদ, মামার ভায়রা বালিয়া মাদরাসার সাবেক মুহতামিম পীরে কামিল মাওলানা আইন উদ্দিন, বালিয়া মাদরাসার বর্তমান মুহতামিম পীরে কামিল মাওলানা ওয়াইজ উদ্দিন।

মামার মেয়ের জামাই হাফেজ মাওলানা মুফতী আবরারুল হক ইউসুফী, মাঝিয়াইল মাদরাসার মুহতামিম পীরে কামিল মাওলনা নূর হোসাইন, মাওলানা সুলতান আহমাদ, মাওলানা সিদ্দিকুর রহমান, বড়বন মাদরাসার শায়খুল হাদীস মুফতী আনোয়ারুল ইসলাম, রংপুরের মাওলানা নিজাম উদ্দিন, ফুলপুর গোদারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেক, ঘোষগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা ঝিল্লুর রহমান, হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান, দেওনা মাদরাসার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ, মামার বড়ভাই মাস্টার সালেহ মাহমুদ, নাগলা চুয়ান্ন হাজারের মাওলানা আব্দুস সালাম, কালাকুমার মাদরাসার মুহতামিম ক্বারী আমজাদ হুসাইন, কেন্দুয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান খান, টঙ্গী মুদাফা মাদরাসার মুহতামিম মাওলানা রাকিব, মুক্তাগাছা মাদরাসার মুফতী আসাদুজ্জামান, হাফেজ হেলাল উদ্দিন, ধুরাইল ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন, প্রবীণ শিক্ষক আব্দুল ওয়াহাব মাস্টার, আব্দুর রউফ চেয়ারম্যান, ধারা ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক এমদাদুল ইসলাম, মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা ফারুক হুসাইন, গুনিয়ারিকান্দার আনোয়ার হোসেন, মাওলানা ইলিয়াস, মাওলানা তফাজ্জল হোসেন, মাওলানা ফরিদ আহমাদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ