আন্তর্জাতিক ডেস্ক: ইসলামবিরোধী টমি রবিনসনকে মামলায় হারিয়ে পাওয়া অর্থ দান করবেন বলে জানিয়েছেন সিরিয়ার টিনএজার বালক জামাল হিজাজি। মানহানি মামলায় পাওয়া এ অর্থে তিনি তরুণদের সহায়তার জন্য একটি ফাউন্ডেশন গঠন করবেন বলে জানিয়েছে এক ফিলিস্তিনি গণমাধ্যম। ইসলামবিরোধী টমি রবিনসন উগ্র ডানপন্থী ইংলিশ ডিফেন্স লীগের প্রতিষ্ঠাতা।
এ ব্যাপরে একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এ অর্থ ব্যবহার করে তরুণদের সহায়তার জন্য একটি দাতব্য সংস্থা গঠন করতে চাই। যাতে করে যে কোনো জাতির তরুণরা স্কুল বা অন্য কোনো স্থানে হেনস্থার শিকার হলে তাকে সাহায্য করা যায়।
কিভাবে তিনি নিজের মতো দুর্দশাগ্রস্ত বালকদের সাহায্য করতে চান তার বিষয়ে বলেন, এটা শুধু বাজে কথা বা হুমকির মুখোমুখি বালদের জন্য নয়। যে কোনো জাতিগত বিদ্বেষ অথবা অন্য যে সকল সমস্যা বালকদের সহ্য করতে হয় তার প্রতিকারে এ অর্থ ব্যয় হবে।
উগ্র ডানপন্থী ইংলিশ ডিফেন্স লীগের প্রতিষ্ঠাতা ও ইসলামবিরোধী নেতা টমি রবিনসনের সাথে দু’বছর আইনি লড়াইয়ের পর ১৮ বছরের এ বালক মানহানি মামলায় এক লাখ পাউন্ড (এক লাখ ৩৭ হাজার তিন শ’ মার্কিন ডলার) পাচ্ছেন। টমি রবিনসনের আসল নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন, তার বয়স ৩৮ বছর।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন মতে, টমি রবিনসনকে এ মামলার আইনগত সকল খরচও বহন করতে হয়েছে। মামলার সকল খরচ অনুসারে তাকে আরো পাঁচ লাখ পাউন্ড দিতে হবে।
ব্রিটেনে পড়ার সময় স্কুলের বিভিন্ন ছাত্রদের হাতে বহুবার মার খেয়েছিলেন সিরিয়ার টিনএজার বালক জামাল জামাল হিজাজি। তখন তার বয়স ছিল ১৬ বছর। এ সকল হেনস্থার বিষয়গুলো নিয়ে ফেসবুকে বেশ কয়েকবার মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেন টমি রবিনসন। এ সকল কারণে ইসলামবিরোধী টমি রবিনসনকে মামলা করা হয়। ওই সকল ফেসবুক ভিডিওতে টমি রবিনসন বহু মিথ্যা তথ্য দিয়েছেন। যেমন, সিরিয়ান অভিবাসী বালক জামাল হিজাজি কোনো নির্দোষ ব্যক্তি না তিনি এক ব্রিটিশ বালিকাকে মারাত্মকভাবে পিটিয়েছেন।
এছাড়া টমি আরো বলেন যে, জামাল হিজাজী আরেক ব্রিটিশ ছাত্রকে চাকু দিয়ে ভয় দেখিয়েছেন। ওই সময় জামাল হিজাজী এ সকল অভিযোগ অস্বীকার করেন।
টমি রবিনসনের এ সকল ফেসবুক মন্তব্যের কারণে জামাল হিজাজি ও তার পরিবারকে ওই ব্রিটিশ এলাকা ছাড়তে হয়। এছাড়া জামাল হিজাজিকে তার স্কুলও ছাড়তে হয়। পারিবারিক, ব্যক্তিগত ও শিক্ষা জীবনে এসব দুর্ভোগ পোহাবার কারণে আদালত টমি রবিনসনকে এসকল জরিমানা করে।
সূত্র: গাজা পোস্ট
এনটি