শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


টিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিনব ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নতুন করে যারা টিকা নেবেন প্রত্যেককে ১০০ ডলার প্রদান করার জন্য সকল অঙ্গরাজ্য এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ বৃহস্পতিবার (২৯ জুলাই) এ তথ্য দিয়েছে।

রাজস্ব বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রেসকিউ প্ল্যান অ্যাক্টের অধীনে রাজ্য, স্থানীয়, আঞ্চলিক ও উপজাতীয় সরকারগুলিকে দেওয়া ৩৫০ বিলিয়ন ডলারের তহবিল থেকে এই অর্থ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জো বাইডেন যুক্তরাষ্ট্রের সরকারি সেবাখাত ও কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকা নেওয়ার ব্যাপারেও কঠোর নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি মেয়র বিল দ্যা ব্লাসিও জানান, নতুন যারা করোনার টিকা নিচ্ছেন তাদের ১০০ ডলার দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন জানান, করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট অতিমাত্রায় ছড়িয়ে পড়ায় শঙ্কা জানিয়ে তিনি বলেন, ‘যেসব মানুষের মারা যাওয়ার কথা না তারাও মৃত্যুবরণ করছে এবং ভবিষ্যতেও করবে।’

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ