আন্তর্জাতিক ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩০ জনেরও বেশি মানুষ।
আজ বুধবার (২৮ জুলাই) সকাল থেকে উদ্ধারকাজে নেমেছে সেনা সদস্য ও পুলিশ।
জম্মু এলাকার বেশিরভাগ জায়গায় গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। আর প্রবল বৃষ্টির কারণেই এ হতাহতের ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে ওই গ্রামে প্রবেশের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তবুও উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
এদিকে কাশ্মীরে আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। আর এজন্য নদী ও জলাশয়ের কাছে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
-এটি