বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাহমানিয়ার চাবি গ্রহণে আইনি ভিত্তি দরকার: হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

রাজধানীর মোহাম্মদপুরের জামি'আ রাহমানিয়া আরাবিয়ার চলমান পরিস্থিতি সমাধানের লক্ষ্যে হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের কাছে প্রতিষ্ঠানটির চাবি হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

মাদরাসার চাবি হস্তান্তরের জন্য বের হওয়ার সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বলেন, বর্তমানে  কওমি মাদ্রাসা সমূহের প্রধান অভিভাবক ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান । জামিয়া রাহমানিয়া এর এই সংকট নিরসনে শীর্ষ উলামায়ে কেরাম এর সাথে পরামর্শ করে তিনি উত্তম ফয়সালা করবেন বলে আমরা আশা করি।

এক লাইভ বার্তায় মাওলানা মাহফুজুল হক বলেন, আমাদের মাদরাসার চাবি আল হাইআতুল উলয়ার সম্মানিত চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি আল্লামা মাহমুদুল হাসান সাহেব দা. বা. এর কাছে অর্পণ করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কাছে এই বার্তা দিয়েছেন। যদিও আমাদের কাছে নিয়মতান্ত্রিকভাবে কোনো নোটিশ আসেনি। কিন্তু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় আল হাই আতুল উলয়ার সম্মানিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব এর কাছে জামিয়া রাহমানিয়া এর চাবি হস্তান্তর করবো।

জানা যায়, লাইভ বার্তা প্রদানের পর তিনি জামিয়া রাহমানিয়া তালাবদ্ধ করে চাবি হস্তান্তরের জন্য হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের কাছে যান।

এসময় চাবি গ্রহণ বিষয়ে হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান বলেন, প্রতিষ্ঠানটির চাবি গ্রহণ করার মতো কোনো আইনি ভিত্তি আমার নেই। কেননা গত বিশ বছর ধরে প্রতিষ্ঠানটি নিয়ে বিভিন্ন আইনি জটিলতা চলে আসছে। এ পরিস্থিতিতে মৌখিক কোনো নির্দেশনায় আমি চাবি গ্রহণ করতে পারি না।  কেননা পরিস্থিতির বিবেচনায় এর কোনো আইনি ভিত্তি নেই।

সরকার যদি লিখিতভাবে হাইয়াতুল উলিয়ার কাছে চাবি গ্রহণের জন্য প্রস্তাব পেশ করে তখন বিষয়টি ভেবে দেখা হবে বলে জানান হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান। অন্যথায় তিনি চাবি গ্রহণে ইচ্ছুক নন।

‘আমি স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে বলেছি, আমাদের কিছু সময় দিন। আমরা শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে বৈঠক করে এর সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে চুড়ান্ত কিছু জানালেই আমি পদক্ষেপ নিতে পারবো’ বলেন আল্লামা মাহমুদুল হাসান।

এদিকে আইনি ভিত্তি না থাকায় হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যানের চাবি গ্রহণ না করার বিষয়ে মাওলানা মাহফুজুল হক আওয়ার  ইসলামকে বলেন, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় হাইয়াতুল উলিয়ার সম্মানিত চেয়ারম্যানের কাছে চাবি হস্তান্তরের জন্য আসি। কিন্তু এ চাবি গ্রহণে কোনো আইনি ভিত্তি না থাকায় তিনি যৌক্তিকভাবেই চাবি গ্রহণে অসম্মতি জানান।

যেহেতু হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান চাবি গ্রহণে অসম্মতি জানিয়েছেন; এখন আপনাদের পদক্ষেপ কী হবে জানতে চাইলে মাওলানা মাহফুজুল হক বলেন, আমরা মুরব্বিদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবো ইনশাআল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ